শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

ভুয়া ভিসা দিয়ে হাতিয়ে নিত লাখ লাখ টাকা গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কাফরুল থেকে মূল হোতা আসাদুর রহমান আসাদসহ ছয়জনকে র‌্যাব-৪ এর একটি দল গ্রেফতার করে। বাকিরা হলেন- আরমান (৪৪), মো. আওলাদ হোসেন ওরফে দিপু (৫৪), মো. রেজওয়ানুল হক (৪৩), মো. ফিরোজ মোল্লা (৪১) এবং মো. জিল্লুর রহমান (৪৩)।

র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমান বলেন, আসাদুর রহমান ওরফে আসাদ (৩২) নিজেকে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয় দিতেন। এই পরিচয়ে বেকার যুবক ও নিরীহ মানুষদের বিদেশে পাঠানোর প্রস্তাব দিতেন তিনি। তার ফাঁদে যারা পা দিতেন, তাদের ভুয়া ভিসা দিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। আসাদই এই চক্রের মূল হোতা। তিনি আরও বলেন, তারা বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। এরপর তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রেখে লাখ লাখ টাকা নিয়ে তাদের ভুয়া ভিসা দিতেন। এই প্রতারক চক্রের আবার রয়েছে কিছু পেইড এজেন্ট, যারা দেশের বিভিন্ন বেকার অসহায় মানুষের কাছে নিজেরা বিদেশে গিয়ে উপকৃত হয়েছে বলে ভুক্তভোগীদের আস্থা অর্জন করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুক্তভোগীদের পাসপোর্ট ও জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, বিমানের টিকিট এবং বিভিন্ন ধরনের সিলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর