শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনকালীন সরকার নিয়ে বিভ্রান্তের কৌশল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকালীন সরকার নিয়ে বিভ্রান্তের কৌশল

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনৈতিক মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকারের ইঙ্গিত জনগণকে বিভ্রান্ত করার নতুন কৌশল। ওইগুলোতে আমরা খুব কেয়ার করছি না। এ সরকারকে যেতেই হবে। তারপর নতুন করে একটা অন্তর্বর্তী সরকারের প্রশ্ন। গতকাল তোপখানা রোডে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আগামী ৪ জুন থেকে ৬ জুন ঢাকা-দিনাজপুর রোডমার্চ এবং ২৩ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণে ও ২৮ মে ঢাকা উত্তরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর