শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা
রাজপথে শোডাউনে দুই দল

মাঠে আওয়ামী লীগ হবে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

মাঠে আওয়ামী লীগ হবে সমাবেশ

বিএনপির কর্র্মসূচির দিন আজও মাঠে থাকবে আওয়ামী লীগ। বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ মসজিদের পাশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে আওয়ামী যুবলীগ। এদিন রাজধানীর প্রতিটি ওয়ার্ড-ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।

ঘোষিত চার পর্যায়ের কর্মসূচির প্রথম পর্যায়ে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তরসহ সারা দেশের ২৭ জেলায় জনসমাবেশ করবে বিএনপি। জানা গেছে, বিএনপি আনুষ্ঠানিকভাবে আন্দোলনে নামার পর তাদের প্রতিটি আন্দোলনের দিনেই আওয়ামী লীগের কর্মসূচি ছিল। শুধু তাই নয়, বিএনপির আন্দোলন ঢাকার বাইরে হলে সেখানেও ‘শান্তির সমাবেশ’ কর্মসূচি দিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় আজও আওয়ামী লীগ মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে। তবে এই সমাবেশকে বিএনপির পাল্টা-কর্মসূচি বলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এটি আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকাল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ মসজিদের পাশে শান্তি সমাবেশ করবে দলটির অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। এ ছাড়া আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন এবং দলের থানা-ওয়ার্ড শাখার নেতা-কর্মীদের সতর্ক অবস্থায় মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর