মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

রাজনৈতিক দলের কূটনৈতিক তৎপরতা

চীন গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবে ভারতেও, বিদেশি দূতাবাস ও বিভিন্ন দেশে সক্রিয় বিএনপিও

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলের কূটনৈতিক তৎপরতা

জোরের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর কূটনৈতিক তৎপরতা। সরকারি দল আওয়ামী লীগ করতে যাচ্ছে সফর বিনিময়। এরই মধ্যে চীন সফরে আছে আওয়ামী লীগের একটি দল। খুব শিগগিরই ভারত সফরে যাবেন আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দলের নেতারা। বিপরীতে বিভিন্ন দূতাবাস ও দেশে সক্রিয় রয়েছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা বৈঠক চলছে হরহামেশাই। জানা গেছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রবিবার দিবাগত রাতে বেইজিং গেছে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। চীন সফরে নেতৃত্ব দিচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান। আওয়ামী লীগ নেতারা বলছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করাসহ চীনের সহায়তার প্রশ্ন গুরুত্ব পাবে তাঁদের প্রতিনিধি দলের এই চীন সফরে। এ ছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে তাঁদের দলের পক্ষ থেকে ভারত ও চীন সফরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনে যাওয়া প্রতিনিধি দলে রয়েছেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর বিষয়ক সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু। অন্যদিকে, খুব শিগগিরই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত সফরে যাবে আওয়ামী লীগের আরেকটি দল। আর ভারতে প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি পাঠানো হয়েছে। গতকাল কাতার সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই ভারত সফরের প্রতিনিধি দলের নামের তালিকা চূড়ান্ত হবে। এটিকে ‘পার্টি টু পার্টি’ সফর বলা হচ্ছে।

দূতাবাস ও বিভিন্ন দেশে সক্রিয় বিএনপি : নিয়মিতভাবে কূটনৈতিক তৎপরতা চালানো বিএনপি এখন তাদের এই কার্যক্রম আরও জোরদার করেছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিকে সামনে রেখে দলটির এই তৎপরতা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শক্তির সহায়তায় দেশে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নিশ্চিত করতে চায় বিএনপি। দলের কয়েকজন সিনিয়র নেতা নিয়মিত কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঢাকার বিভিন্ন দূতাবাসে গিয়ে আগামী জাতীয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা কূটনীতিকদের কাছে তুলে ধরছেন বিএনপি নেতারা। এ ছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথে চিঠি দেবে বিএনপি। সূত্র জানান, চিঠিতে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানানো হবে। এ ছাড়া বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়ন, সভা-সমাবেশে বাধা, গ্রেফতার, হামলা-মামলার তথ্য-উপাত্ত দিয়ে চিঠিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যৌক্তিকতা তুলে ধরবে। চিঠিতে স্বাক্ষর থাকবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ ছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা-নিহতের সুনির্দিষ্ট তথ্যসহ দেশের পরিস্থিতি অবহিত করছেন তারা। দলীয় সূত্রের খবর, র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও বর্তমান পরিস্থিতিতে সরকার চাপে আছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের যে দাবি, তা বাস্তবায়নে সরকারের ওপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। দলটির হাইকমান্ড মনে করছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি বিদেশি বন্ধুমহলের সহায়তাও প্রয়োজন। এরই অংশ হিসেবে গত ১৯ মে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা। বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ব্রান্ডন স্ক্যাট, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে, পলিটিক্যাল কনস্যুলার ডেনিয়েল শেরি উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি  নেতারা।

 

 

সর্বশেষ খবর