রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

সিলেট নগর ভবন থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নগর ভবনের নির্মাণ কাজের সময় ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নিহতের নাম দেলওয়ার হোসেন। তিনি সিলেট সেনানিবাসের ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড আর্টিলারির সদস্য। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার রাংনি উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নগরভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজ চলছিল। দুপুর ২টার দিকে নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটে  কেনাকাটা করছিলেন দেলওয়ার হোসেন। সে সময় ভবনের ওপর থেকে একটি স্টিলের পাইপ তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজে জড়িত জামাল অ্যান্ড কোং এর ৯ জনকে আটক করা হয়েছে।’ এদিকে এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে সিলেট সিটি করপোরেশন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ কর্মকর্তা আবদুল আলীম শাহ।

সর্বশেষ খবর