ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় নানা সমালোচনা, বিবৃতির প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, দায়ীদের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। গতকাল তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কিছুটা ডিসপ্লিজড। ১২৪টা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। সবাই সহযোগিতা করেছেন। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, টার্নআউট একটু কম ছিল। কোনো অশান্তি হয়নি। সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একটি কেন্দ্রে একটা ঘটনা ঘটল। এই একটি কেন্দ্রে কেন এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটল, সেজন্য আমরা ডিসপ্লিজড।’ আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়ার পরও এমন অনাকাক্সিক্ষত ঘটনায় ইসি ‘মোটেও সন্তুষ্ট নয়’ বলে মন্তব্য করেন আলমগীর। তিনি বলেন, ‘সিইসি মহোদয় এ ঘটনা বিস্তারিতভাবে দেখে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে বলেছেন।’ এক্ষেত্রে কারও অবহেলা ছিল কি না, তদন্ত শেষেই তা জানা যাবে বলে মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্বে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য- সবাইকে আরও সতর্ক থাকতে হবে ভবিষ্যতে, যাতে এ ধরনের ঘটনা কোনোভাবেই আর না ঘটে।’