দেশের শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের বিচার চলমান থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সাইড ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ অনুষ্ঠান হওয়ার কথা। উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, অর্জিত ছুটি না দেওয়া এবং কল্যাণ তহবিলে মুনাফার ৫ শতাংশ না দেওয়ার অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আসামি করা হয় মামলায়। এ ছাড়া কর ফাঁকির অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। সাধারণ পরিষদের ‘সামাজিক ব্যবসা এবং যুব ও প্রযুক্তি’ বিষয়ক এই ইভেন্টে অংশ নিতে নোবেলজয়ী ড. ইউনূসকে আমন্ত্রণ জানান সামাজিক ব্যবসা সম্পর্কিত বৈশ্বিক কমিটি। আমন্ত্রণপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনূস প্লাস ইউনূস ফাউন্ডেশনের এমডি ডমিনিক ডসার এবং ইউথিংক সেন্টারের এমডি হেকাই ওয়েং। বৈশ্বিক জনগোষ্ঠীর জন্য ‘শূন্য খাদ্য নিরাপত্তাহীনতা’ এবং ‘শূন্য বর্জ্য’- অর্জনের সঙ্গে আরও তিন শূন্য: (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন) অর্জনকে সামনে রেখে সপ্তমবারের মতো এ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে গত মার্চে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সময় প্রফেসর ইউনূসকে লেখা এক চিঠিতে গুতেরেস বলেন, ‘‘আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের ‘শূন্য-অবচয়’ বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’’ এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের ইভেন্টে আমন্ত্রণ পেলেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সাইড ইভেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রামীণ আমেরিকার বোর্ডসভায় অংশ নিতেও প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের এই বোর্ডসভা হওয়ার কথা। এ ছাড়া স্পেনের সেভিলে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী বৈশ্বিক ফুটবল সম্মেলনে অংশ নিতেও আমন্ত্রণ পেয়েছেন সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ইউনূস। সম্মেলনের পরিচালক জন এলেসিস তাঁকে নিমন্ত্রণ জানান।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
শ্রম আদালতে ইউনূসের বিচার চললেও জাতিসংঘ সাইড ইভেন্টে আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর