দেশের শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের বিচার চলমান থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সাইড ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ অনুষ্ঠান হওয়ার কথা। উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, অর্জিত ছুটি না দেওয়া এবং কল্যাণ তহবিলে মুনাফার ৫ শতাংশ না দেওয়ার অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আসামি করা হয় মামলায়। এ ছাড়া কর ফাঁকির অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। সাধারণ পরিষদের ‘সামাজিক ব্যবসা এবং যুব ও প্রযুক্তি’ বিষয়ক এই ইভেন্টে অংশ নিতে নোবেলজয়ী ড. ইউনূসকে আমন্ত্রণ জানান সামাজিক ব্যবসা সম্পর্কিত বৈশ্বিক কমিটি। আমন্ত্রণপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনূস প্লাস ইউনূস ফাউন্ডেশনের এমডি ডমিনিক ডসার এবং ইউথিংক সেন্টারের এমডি হেকাই ওয়েং। বৈশ্বিক জনগোষ্ঠীর জন্য ‘শূন্য খাদ্য নিরাপত্তাহীনতা’ এবং ‘শূন্য বর্জ্য’- অর্জনের সঙ্গে আরও তিন শূন্য: (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন) অর্জনকে সামনে রেখে সপ্তমবারের মতো এ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে গত মার্চে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সময় প্রফেসর ইউনূসকে লেখা এক চিঠিতে গুতেরেস বলেন, ‘‘আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের ‘শূন্য-অবচয়’ বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’’ এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের ইভেন্টে আমন্ত্রণ পেলেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সাইড ইভেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রামীণ আমেরিকার বোর্ডসভায় অংশ নিতেও প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের এই বোর্ডসভা হওয়ার কথা। এ ছাড়া স্পেনের সেভিলে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী বৈশ্বিক ফুটবল সম্মেলনে অংশ নিতেও আমন্ত্রণ পেয়েছেন সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ইউনূস। সম্মেলনের পরিচালক জন এলেসিস তাঁকে নিমন্ত্রণ জানান।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা