দেশের শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের বিচার চলমান থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সাইড ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এ অনুষ্ঠান হওয়ার কথা। উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, অর্জিত ছুটি না দেওয়া এবং কল্যাণ তহবিলে মুনাফার ৫ শতাংশ না দেওয়ার অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আসামি করা হয় মামলায়। এ ছাড়া কর ফাঁকির অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। সাধারণ পরিষদের ‘সামাজিক ব্যবসা এবং যুব ও প্রযুক্তি’ বিষয়ক এই ইভেন্টে অংশ নিতে নোবেলজয়ী ড. ইউনূসকে আমন্ত্রণ জানান সামাজিক ব্যবসা সম্পর্কিত বৈশ্বিক কমিটি। আমন্ত্রণপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনূস প্লাস ইউনূস ফাউন্ডেশনের এমডি ডমিনিক ডসার এবং ইউথিংক সেন্টারের এমডি হেকাই ওয়েং। বৈশ্বিক জনগোষ্ঠীর জন্য ‘শূন্য খাদ্য নিরাপত্তাহীনতা’ এবং ‘শূন্য বর্জ্য’- অর্জনের সঙ্গে আরও তিন শূন্য: (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন) অর্জনকে সামনে রেখে সপ্তমবারের মতো এ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে গত মার্চে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সময় প্রফেসর ইউনূসকে লেখা এক চিঠিতে গুতেরেস বলেন, ‘‘আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের ‘শূন্য-অবচয়’ বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।’’ এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের ইভেন্টে আমন্ত্রণ পেলেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সাইড ইভেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের সময় গ্রামীণ আমেরিকার বোর্ডসভায় অংশ নিতেও প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের এই বোর্ডসভা হওয়ার কথা। এ ছাড়া স্পেনের সেভিলে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুই দিনব্যাপী বৈশ্বিক ফুটবল সম্মেলনে অংশ নিতেও আমন্ত্রণ পেয়েছেন সামাজিক ব্যবসার প্রবক্তা প্রফেসর ইউনূস। সম্মেলনের পরিচালক জন এলেসিস তাঁকে নিমন্ত্রণ জানান।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা