রাজধানীর কলাবাগানে ২০২১ সালের ৩১ মে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক ডা. সাবিরা রহমান লিপি হত্যার রহস্য এখনো উদঘাটন হয়নি। খুনি ও খুনের নেপথ্যে কারা সে সম্পর্কে কোনো ক্লু বের করতে পারেননি তদন্তসংশ্লিষ্টরা।
থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হয়ে মামলাটি এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
প্রায় সাত বছরের বেশি সময়ের আগে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আলোচিত অন্তত ১৫ খুনের রহস্য না পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে সবগুলোরই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে বলে জানা গেছে।
সিআইডি ও পিবিআই সূত্র বলছে, এমন রহস্যের জালে আটকে আছে সারা দেশের হাজারেরও বেশি মামলা। রহস্য উদঘাটন না হওয়া মামলাগুলোর বেশির ভাগই খুনের। আর কিছু আছে অজ্ঞাত লাশ উদ্ধারের মামলা।
এদিকে বিশিষ্ট সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার পর ২০১৩ সালের ৯ মার্চ তার ছোট ভাই মিরাজ আহমেদ খুন হন। রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেললাইনের পাশ থেকে মিরাজ আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর খুনের রহস্য উদঘাটনের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তভার দেওয়া হয়। তারপর সিআইডির কাছে তদন্তভার ন্যস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের বিষয়ে কোনো ক্লু না পেয়ে ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন সিআইডির পরিদর্শক রেজাউল করিম। ২০১৫ সালের ১৩ মে পল্লবীতে নিজের ফ্ল্যাটে খুন হন গৃহবধূ সুইটি আক্তার ও তার মামা আমিনুল ইসলাম। ২০২১ সালে এ মামলারও চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। পরে তা আদালত পুনরায় তদন্তের জন্য পিবিআইতে পাঠায়। এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবদুস সালাম বলেন, মামলাটির রহস্য এখনো পাওয়া যায়নি। সুইটি ও আমিনুল যে বছরে খুন হন ওই বছরেই বাসা থেকে উদ্ধার হয় আইনজীবী ফাহমিদা আক্তারের লাশ। ২০১৬ সালের ১ নভেম্বর মগবাজারের মধুবাগে বাসার ভিতর থেকে ডলি রানী বণিক নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
২০১২ সালের ২৪ সেপ্টেম্বর হাজারীবাগের বাসায় ১২ বছরের স্কুলছাত্রী তাসনিম রহমান করবীকে শ্বাসরোধে হত্যা করা হয়। দীর্ঘ সময় তদন্ত শেষে কোনো কূলকিনারা না পেয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ময়নুল ইসলাম। করবীর মা আফরোজা ফারহানা আহম্মেদ ওরেঞ্জ এ প্রতিবেদককে বলেন, সর্বশেষ তদন্ত কর্মকর্তা প্রায় পাঁচ বছরের মতো মামলা তদন্ত করেও কিছু বের করতে পারেননি। পরে কোনো ক্লু পেলে আবারও তদন্ত শুরু করবে জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। এসব শুনে আমরা আর নারাজি দিইনি। সিআইডি সূত্র বলছে, সারা দেশে ৩ শতাধিক ক্লুলেস মামলা তাদের কাছে তদন্তাধীন আছে। এ ছাড়া আরও কিছু মামলা আছে যেগুলোর রহস্য না পেয়ে চূড়ান্ত রিপোর্টও দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ৬ হাজার ১২৪টি মামলার তদন্ত করে। এর মধ্যে ৩ হাজার ১৯৯টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। আর রহস্য উদঘাটন করতে না পেরে ১ হাজার ২৯৮টির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ সময়ে ঢাকা জেলার ৬৮টি ক্লুলেস মামলার রহস্য না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। ২০১৩ সালের ২১ ডিসেম্বর রাজধানীর গোপীবাগের বাসায় লুৎফর রহমান ফারুকসহ ছয়জনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। মামলা নম্বর-১৪। প্রায় ৯ বছরেও মামলার তদন্ত শেষ হয়নি। কবে নাগাদ তদন্ত শেষ হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। জানা গেছে, এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রায় ১০৯ বার সময় নিয়েছে বিভিন্ন তদন্ত সংস্থা। বর্তমানে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক সোহরাব হোসেন তদন্ত করছেন। পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, অনেক মামলার রহস্য উদঘাটন করেছি, আবার অনেকগুলোর রহস্য বের করতে পারিনি। সেসব বিষয় নিয়ে আমাদের মনে কষ্ট আছে। কিছু মামলা আমরা সরাসরি তদন্তের দায়িত্ব পেয়েছিলাম। আর কিছু মামলা এসেছে অন্য সংস্থা ঘুরে। তবে রহস্য না পাওয়া কিংবা এখনো তদন্তাধীন এমন ৭ শতাধিক মামলা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের ২০ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর লাশ পাওয়া যায় রাজধানীর বুড়িগঙ্গা নদীতে। ২২ নভেম্বর রাতে কেরানীগঞ্জ থানার ফেসবুক পেজে লাশটি দেখে আবু বকর আবুর লাশ শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ুন কবির। মামলাটির এখনো কোনো ক্লু বের করতে পারেনি তদন্ত সংস্থা। এর রহস্য উদঘাটনে কাজ করছে পিবিআইয়ের ঢাকা জেলা ও যশোর জেলা। ২০২০ সালের ১৪ মার্চ আশুলিয়ার নবীনগরে বাসের বাক্সে ট্রলি ব্যাগের ভিতর থেকে অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়। ২০১৯ সালের ৪ ডিসেম্বর আশুলিয়ার রাঙ্গামাটিয়া ব্রিজের নিচ থেকে ২৬ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়। একই বছরের ৪ আগস্ট সাভার ডেইরি ফার্মের পাশের এক খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন পিবিআইয়ের ঢাকা জেলার কর্মকর্তারা। ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। মামলাটির তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে অন্তত ছয়বার। এখনো কোনো রহস্য উদঘাটন হয়নি।