শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না

শফিউল আলম দোলন

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না

আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। নির্বাচন কমিশন (ইসি) যতই সময় বাড়ানোর কথা বলুক না কেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কখনই অবাধ, সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটা আজ সর্বোতভাবেই প্রমাণিত। তিনি বলেন, সরকারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, সরকার যদি জনগণের এক দফা দাবি না মেনে নেয়- তবে বিএনপি রাজপথে আছে, রাজপথেই ইনশাআল্লাহ এর ফয়সালা হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে দেশের রাজনীতি তথা নির্বাচনের বিষয়ে ভার্চুয়ালি আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ‘বিএনপি একটি বড় দল। এই দল নির্বাচনে এলে (আইন দেখে) প্রয়োজনে ভোটের সময় বাড়িয়ে দেওয়া হবে’- এমন বক্তব্য প্রসঙ্গে এই রাজনীতিক বলেন, সময় বাড়িয়ে দেওয়াটা বড় কথা নয়, কথা হচ্ছে- নির্বাচনকালীন সময়ে কে ক্ষমতায় থাকবে? ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার থাকবে কি না? যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে সে নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু হবে না। অন্যদিকে এ সরকার এবং তাদের পছন্দের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের ওপর এই দেশের কোনো মানুষেরই আর আস্থা নেই। বিগত ২০১৪ এবং ২০১৮ সালের দুটি জাতীয় নির্বাচনই তার জ্বলন্ত প্রমাণ। তারা ’১৪ সালের নির্বাচন করেছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, আর ’১৮ সালের নির্বাচন করেছে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে। অতি সম্প্রতি সর্বশেষ দুটি উপনির্বাচনে যা করেছে, তা বাংলাদেশ তো বটেই- সমগ্র বিশ্বে চমক লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ। সেখানে মাত্র ৫৭ মিনিটে ৪৩টি ব্যালট পেপারে সিল মেরে ব্যাপক আলোড়ন তৈরি করেছে তারা। অর্থাৎ ভোট ডাকাতি তথা কারচুপির গতি আরও বেড়েছে তাদের। তাছাড়া বিএনপির চেয়ারপারসন ও মহাসচিব থেকে শুরু করে বেশির ভাগ সিনিয়র নেতা এবং সম্ভাব্য প্রার্থীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হত্যা, গুম, হামলা-মামলা, গ্রেফতার, রিমান্ড, নির্যাতনসহ রীতিমতো ক্র্যাকডাউন শুরু করেছে এ সরকার। এমন অসম মাঠে নির্বাচনে যাওয়া যে কোনো দলের পক্ষেই আত্মহত্যার শামিল।

সর্বশেষ খবর