আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত চেয়েছিল ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া; সেই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়া। বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সারা দেশে মানুষ হত্যা করছে। গত বৃহস্পতিবার নিজ নির্বাচনি এলাকা কসবা উপজেলার কায়েরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ’৭৫-এর পরে দেশে গণতন্ত্র ছিল না। ছিল হত্যাযজ্ঞ। ছিল মানুষকে হত্যা করার লীলাখেলা। বঙ্গবন্ধুকন্যা দেশে এসে এই দেশটাকে আন্দোলন-সংগ্রাম করে মূলধারায় ফিরিয়ে আনেন। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব হত্যাযজ্ঞ বন্ধে কাজ করেন। ২০০১ সালে আবারও তাকে ওই চক্র নির্বাচনে হারায়। আবারও হত্যার লীলাখেলা চলে। জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আপনারা আমাকে ভালোবাসেন। আমার ও আপনাদের মধ্যে সম্পর্ক হলো ভালোবাসার। এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করতে। আমি গত ১০ বছর আপনাদের জন্য কাজ করেছি। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। এ সময় হাজার হাজার জনতা সমস্বরে দুহাত তুলে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. সুলতান আহাম্মেদ।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে
ব্রাহ্মণাবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর