আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত চেয়েছিল ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া; সেই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়া। বিএনপি-জামায়াত নির্বাচনে না এসে সারা দেশে মানুষ হত্যা করছে। গত বৃহস্পতিবার নিজ নির্বাচনি এলাকা কসবা উপজেলার কায়েরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ’৭৫-এর পরে দেশে গণতন্ত্র ছিল না। ছিল হত্যাযজ্ঞ। ছিল মানুষকে হত্যা করার লীলাখেলা। বঙ্গবন্ধুকন্যা দেশে এসে এই দেশটাকে আন্দোলন-সংগ্রাম করে মূলধারায় ফিরিয়ে আনেন। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব হত্যাযজ্ঞ বন্ধে কাজ করেন। ২০০১ সালে আবারও তাকে ওই চক্র নির্বাচনে হারায়। আবারও হত্যার লীলাখেলা চলে। জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আপনারা আমাকে ভালোবাসেন। আমার ও আপনাদের মধ্যে সম্পর্ক হলো ভালোবাসার। এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করতে। আমি গত ১০ বছর আপনাদের জন্য কাজ করেছি। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। এ সময় হাজার হাজার জনতা সমস্বরে দুহাত তুলে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. সুলতান আহাম্মেদ।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক