চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু কিডনি বিভাগে প্রতি মাসে অন্তত চার থেকে পাঁচজন শিশু কিডনি রোগীর বায়োপসি করাতে হয়। কিন্তু এ বিভাগে নেই পৃথক কোনো রুম। ফলে নিরুপায় হয়ে বায়োপসি করাতে হয় শিক্ষার্থীদের ক্লাস রুমে। এ জন্য অপেক্ষায় থাকতে হয় কখন ক্লাস শেষ হবে। প্রসঙ্গত, জটিল শিশু কিডনি রোগীর রোগ নির্ণয় করতে বায়োপসি করাতে হয়। জানা গেছে, প্রতিনিয়তই বাড়ছে কিডনি রোগী। কিন্তু চট্টগ্রামে সরকারিভাবে এই রোগের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৪ কোটি মানুষের জন্য আছে মাত্র চমেক হাসপাতালের শিশু কিডনি বিভাগটি। এখানে আছে মাত্র ১৫টি শয্যা। কিন্তু বিভাগে নেই আলট্রাসনোগ্রাফি মেশিন। দীর্ঘদিন আগের একটি মেশন থাকলেও সেটি নষ্ট পড়ে আছে। ওয়ার্ডে শিশু কিডনি রোগীর বিশেষ চিকিৎসা হেমো ডায়ালাইসিস ও পেটের পেরিটোরিয়ালের ব্যবস্থা নেই। তাছাড়া, শয্যা সংকটের কারণে কিডনি রোগীকে রাখতে হয় ৮ ও ৯ নম্বর শিশু স্বাস্থ্য ওয়ার্ডে। ফলে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচজন রোগীকে অন কলে শিশু স্বাস্থ্য ওয়ার্ডে গিয়ে চিকিৎসা দিতে হয় চিকিৎসককে। পৃথক ওয়ার্ড না থাকায় এ সমস্যা-সংকটগুলো যাচ্ছে না। এক শিশু কিডনি রোগীর মা বলেন, শিশু কিডনি সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে। এখন আগের চেয়ে ভালো। কিন্তু বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য বাইরে যেতে হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, শিশু কিডনি বিভাগটি ১৫ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। কাজ কিছুটা এগিয়েছে। নতুন বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও কক্ষও বরাদ্দ দেওয়া হবে। শিশু কিডনি রোগী বাড়ার পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা করি, নতুন জায়গায় স্থানান্তরিত করার পর এসব সমস্যা আর থাকবে না। জানা গেছে, শিশু কিডনি রোগীদের চিকিৎসার বিষয়টি বিবেচনা করে ২০১৪ সালের ১১টি শয্যা নিয়ে বিভাগটি যাত্রা করে। পরে সেখানে চারটি শয্যা যোগ করা হয়। তবুও শয্যা সংকটের কারণে রোগীকে শিশু স্বাস্থ্য ওয়ার্ডে রাখতে হয়। ওয়ার্ডে শিশু কিডনি রোগীদের জন্য আছে মাত্র একটি ডায়ালাইসিস মেশিন। শিশু কিডনি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক আছে। কিন্তু পদই নেই রেজিস্ট্রার ও মেডিকেল অফিসারের। ফলে শিশু স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসাররা এ বিভাগে এসে চিকিৎসা প্রদান করেন। এ বিভাগে ২০২৩ সালে মোট শিশু রোগী ভর্তি হয় ৪৮৩ জন। বহির্বিভাগে চিকিৎসা নেয় ৯৫০ জন। ২০২১ সালে রোগী ভর্তি ছিল ৩০৩ জন এবং বহির্বিভাগে রোগী ছিল ১ হাজার ১০০ জন।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
চমেক হাসপাতালে ক্লাসরুমেই চলে বায়োপসি
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর