বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে শান্তিপূর্ণ আন্দোলন অশান্ত এবং শত শত ছাত্র-জনতার প্রাণহানির দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এড়াতে পারেন না। সেজন্য ওবায়দুল কাদেরকে দলীয় সাধারণ সম্পাদকের পদ এবং মন্ত্রিসভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নইলে তাঁকে অব্যাহতি দিতে হবে। ছাত্রদের রক্তে ভেজা রাস্তা দিয়ে ওবায়দুল কাদের পতাকা উড়িয়ে চলাচল করবেন দেশের জনগণ তা মেনে নিতে পারে না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। ফিরোজ রশীদ ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ গণহত্যার বিচার করতে হবে। গণগ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি বলেন, ‘হারুন-উর-রশীদ এবং বিপ্লব সরকারের মতো যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ছাত্রদের আন্দোলন দমনে নৃশংসতা চালিয়েছেন তাদের বরখাস্ত করতে হবে। দেশের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত কোটা প্রশ্নে হাই কোর্টের যে বিচারপতিরা বিতর্কিত রায় দিয়ে ছাত্র আন্দোলন উসকে দিয়েছেন তাঁরাও দায় এড়াতে পারেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশ থেকে যেসব আমলা, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তার শে^তপত্র প্রকাশ করে দোষীদের বিচার করতে হবে। এখনো সারা দেশে চলমান আন্দোলন দমনের নামে যে জুলুম-নির্যাতন এবং গণগ্রেপ্তার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এ আন্দোলনে এ পর্যন্ত যারা নিহত হয়েছে তার প্রতিটি হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
ওবায়দুল কাদেরকে অব্যাহতি দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর