বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে শান্তিপূর্ণ আন্দোলন অশান্ত এবং শত শত ছাত্র-জনতার প্রাণহানির দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এড়াতে পারেন না। সেজন্য ওবায়দুল কাদেরকে দলীয় সাধারণ সম্পাদকের পদ এবং মন্ত্রিসভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নইলে তাঁকে অব্যাহতি দিতে হবে। ছাত্রদের রক্তে ভেজা রাস্তা দিয়ে ওবায়দুল কাদের পতাকা উড়িয়ে চলাচল করবেন দেশের জনগণ তা মেনে নিতে পারে না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন। ফিরোজ রশীদ ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ গণহত্যার বিচার করতে হবে। গণগ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তার ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তিনি বলেন, ‘হারুন-উর-রশীদ এবং বিপ্লব সরকারের মতো যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ছাত্রদের আন্দোলন দমনে নৃশংসতা চালিয়েছেন তাদের বরখাস্ত করতে হবে। দেশের নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত কোটা প্রশ্নে হাই কোর্টের যে বিচারপতিরা বিতর্কিত রায় দিয়ে ছাত্র আন্দোলন উসকে দিয়েছেন তাঁরাও দায় এড়াতে পারেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। জাপার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশ থেকে যেসব আমলা, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তার শে^তপত্র প্রকাশ করে দোষীদের বিচার করতে হবে। এখনো সারা দেশে চলমান আন্দোলন দমনের নামে যে জুলুম-নির্যাতন এবং গণগ্রেপ্তার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ছাত্রদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এ আন্দোলনে এ পর্যন্ত যারা নিহত হয়েছে তার প্রতিটি হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
শিরোনাম
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
ওবায়দুল কাদেরকে অব্যাহতি দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর