লন্ডনে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছরে বাংলাদেশের আস্থা, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই এদের কখনো ক্ষমা করা যায় না। পরিষ্কার কথা, শেখ হাসিনাকে গণহত্যার অপরাধে অবশ্যই দ্রুত বিচার হতে হবে। যারা তাঁকে সহযোগিতা করেছেন তাদেরও বিচার হবে। লন্ডনে ১০ দিনের সফরে এসে প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। কুচক্রিরা দুর্ভাগ্যজনকভাবে একটি ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে যে, বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে নির্যাতন হচ্ছে। এই ভ্রান্ত তথ্য ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আরেকটি সমস্যা সৃষ্টির পাঁয়তারা করছে।
বিএনপি মহাসচিব ভারত ইস্যুতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, আসুন আমরা একজোট থাকি। আমাদের স্বাধীনতা ও সর্বভৌমত্বকে রক্ষায় আমরা একজোটে থাকব, ঐক্যবদ্ধ হব এবং এই সংগ্রামে টিকে থাকব।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারমানকে এখানে বেশি দিন রাখতে চাই না। আমরা তাঁকে দেশে নিয়ে যেতে চাই। তাঁর নেতৃত্ব আমাদের এখন খুব প্রয়োজন। দেশের মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন। তারেক রহমান আসবেন।