প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সীমা নিয়ে সম্ভাব্য ধারণা দিয়েছেন। বিএনপি এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দলের একাধিক নেতা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আবারও রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে একটা ধারণা দিয়েছেন। কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘প্রয়োজনীয় কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে, সে জন্য কতটা সময় প্রয়োজন, তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আমরা আশা করি, তিনি (প্রধান উপদেষ্টা) সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন।’ এর আগে গত রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস প্রয়োজন, তা জনগণের জানার অধিকার আছে। রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি অবশ্যই গণ-আকাঙ্ক্ষাবিরোধী হবে। এদিকে ভোট নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টার বক্তব্যটা শুনিনি। আপনাদের মুখেই জানলাম। তিনি যা বলেছেন, যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবেন, যারা অংশীজন, তারা যদি চান তিনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন। সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে কোনো কথা কারও নেই। গতকাল জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গতকাল শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা আব্বাস এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালে এ দেশে নির্বাচন হতে পারে বলে তিনি আশ্বস্ত করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এ দেশের সুষ্ঠু-সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব। এটি যদি করা যায় এ দেশ এবং এ সরকারের জন্য মঙ্গলজনক হবে। গতকাল কুমিল্লার কান্দিরপাড়ের বিএনপি কার্যালয়ের সামনে বিজয় দিবসে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার আয়োজিত র্যালির প্রারম্ভে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় ও দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দীন প্রমুখ।