বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। তরুণরা যে কত শক্তিশালী সেই উদাহরণ বাংলাদেশে তারা সৃষ্টি করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা খেতাব জিতেছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকীটি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের উচিত তরুণ-তরুণীদের প্রতি মনোযোগ দেওয়া। বিশেষ করে তরুণীদের ওপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণ-তরুণীদের ওপর মনোযোগ দেওয়া উচিত যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে এবং সক্ষমতাও রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ বর্তমানে আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয়। তারা এই শতাব্দীর। তারা অন্যদের মতোই সক্ষম। ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর কী করবেন- এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব, যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি।
শিরোনাম
- হাসিনা দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে : অলি আহমদ
- বাংলাদেশ প্রতিদিন সবসময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে
- মাছের বর্জ্যকে সম্পদে রূপান্তরে গাকৃবি-ইউএনডিপি চুক্তি
- বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- লালমনিরহাটে প্রতিবন্ধী তরুণী ও শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
- মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- ঢাকায় না হলেও ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে: প্রেস উইং
- অবরুদ্ধ থাকার পর ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
- স্কুল শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- গণতন্ত্র ও মানবিকতার পক্ষে বাংলাদেশ প্রতিদিন: কুড়িগ্রামে বক্তারা
- বস্তুনিষ্ঠতার কারণে প্রশংসিত বাংলাদেশ প্রতিদিন: বাগেরহাটে বক্তারা
- স্বর্ণের দাম বাড়ল
- চোখের আলো হারানো সেই মাহবুবের পাশে নারায়ণগঞ্জের ডিসি
- নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার সুপারিশ সিপিডির
- কাড়ি কাড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব: সাজ্জাদের স্ত্রী
- জনগণের কথা বলেই বাংলাদেশ প্রতিদিন আজ শীর্ষে
- খানসামায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- সিলেটে সিএনজি ভাড়া নৈরাজ্য, ভোগান্তিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা