ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা। গতকাল ওমানের রাজধানী মাসকাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ গুরুত্বারোপ করেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের স্থায়িত্ব ছিল আধা ঘণ্টার কম। আলোচনায় দুই দেশের সম্পর্কের বর্তমান চ্যালেঞ্জগুলো দূর করতে কাজ করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন দুই নেতা। তাদের আলোচনায় আগামী এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের প্রসঙ্গটিও এসেছে। এদিকে এক্স হ্যান্ডেলে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গার পানিবণ্টন চুক্তি পুনরায় নবায়নে আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্বও তুলে ধরেন। বিষয়টি ভারত সরকারকে বিবেচনার অনুরোধ জানান। বৈঠকে উভয়ে ২০২৪ সালে সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে তাদের আগের বৈঠকের কথা স্মরণ করেন। উভয়েই জানান, তখন থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছে। বৈঠকে আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের বর্ডার গার্ড ফোর্সের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ ছাড়া কনফারেন্সের সাইডলাইনে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী, ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং তানজানিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ভারত ও ওমান সরকার যৌথভাবে মাসকাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেন। কনফারেন্সে ‘সমুদ্রপথে সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্ল্যানারি সেশনে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমুদ্রপথে সরবরাহ দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বকে বিপন্ন করে এমন বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো কাটিয়ে ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে সমুদ্রপথে সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলকে শক্তিশালী করা প্রয়োজন। এজন্য সামগ্রিক পদ্ধতি এবং সহযোগিতার কথা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছাড়া নাবিকদের জন্য ভিসা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
শিরোনাম
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:০৫, সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
তৌহিদ-জয়শঙ্কর কী কথা হলো
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর