বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত করেন নেতারা। গত মাসে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির ৯ সদস্যের প্রতিনিধিদল চীন সফর করে আসার পর এটি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম বৈঠক। এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতারা দুই দফায় চীন সফর করেন।
মাননীয় বলা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আর স্পিকার বলার আগে মাননীয় শব্দটা বলা কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এ মাননীয় কথাটা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম হয়। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে যৌথভাবে দ্য বাংলাদেশ ডায়ালগ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনাল ২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য, দেশে কখনো পূর্ণাঙ্গ গণতন্ত্রচর্চা হয়নি। সম্ভবত লিগ্যাসি অব পাকিস্তানি পলিটিকসের কারণে এটি হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপর আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গিয়েছি।
তবে বর্তমান তরুণসমাজ এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে।
বর্তমান তরুণ সমাজের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই বলেন কিছু হবে না। ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি, অবশ্যই অনেক কিছু হবে। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াব। তর্কবিতর্ক থাকবে, মতের অমিল থাকবে। আমি একজনের সঙ্গে একমত হব না, কিন্তু তার মতের জন্য আমার জীবন দিয়ে দেব। আমরা এটাতেই বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। অনুষ্ঠানের শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।