পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বুধবার নেপালের স্থানীয় সময় রাত ৩টায় এ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। এ অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন ফজলুর রহমান শামীম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লার ছেলে তমাল সুস্থ আছেন এবং বৃহস্পতিবার রাতেই তার বেজক্যাম্পে নেমে আসার কথা রয়েছে। ফজলুর রহমান শামীম বলেন, ‘বৃহস্পতিবার ভোরে তমাল তার মোবাইলের খুদে বার্তার মাধ্যমে নিজেই আমাকে মানাসলুর চূড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতের মধ্যেই তার বেজক্যাম্পে নেমে আসার পরিকল্পনা আছে। তিনি সুস্থ আছেন।’
তমালের নেপালি এজেন্সি সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, তমাল অন্য পর্বতারোহীদের সঙ্গে গতকাল দিনেই বেজক্যাম্পের পথে নামতে শুরু করেছে। গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তমাল। এ উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।
এই পবর্তারোহী মানাসলু বেজক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েক দিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপখাইয়ে নেন। চূড়ান্ত অভিযানের জন্য গত ২৩ সেপ্টেম্বর বেজক্যাম্প থেকে ক্যাম্প-২ এ পৌঁছান। বুধবার সকালে পৌঁছান ক্যাম্প-৩ এ। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে এই ক্যাম্প থেকেই ধাপে ধাপে চূড়ার দিকে উঠতে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকায় গতকাল মানাসলু পর্বতশিখরে পা রাখেন তিনি। তৌফিক আহমেদ তমাল ছাড়াও এভারেস্ট ও লোৎসেজয়ী বাবর আলী ও তানভীর আহমেদ এবার মানাসলু পর্বতশৃঙ্গে আরোহণের পথে আছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এই দুই বাংলাদেশি পর্বতারোহীর ২৬ সেপ্টেম্বর (আজ) ভোরে চূড়ায় পৌঁছানোর কথা।