সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের শেষ লগ্নে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব।’ তিনি বলেন, ‘আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়-আমরা ক্ষমতায় গেলে মহিলাদের তালা দিয়ে ঘরের ভিতরে আটকে রাখব। কিন্তু অত তালা কেনার পয়সা কোথায়? আমাদের কি মা-বোন নেই? সবারই মা-বোন আছে। তারা কি শিক্ষাদীক্ষা করেন না? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন না? আলহামদুলিল্লাহ সবাই করছেন।’ কোয়ালিশ অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে এস্টোরিয়া ম্যানরে এ সমাবেশ ও ডা. শফিকুর রহমানের জন্য ‘নাগরিক সংবর্ধনা’র আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আবদুুল আজিজ ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রস্থ সমন্বয়কারী ড. নাকিবুর রহমান।
ডা. শফিকুর রহমান কর্মজীবী নারী প্রসঙ্গে বলেন, ‘মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালনপালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।’ নারী ও পুরুষ উভয়ের আট কর্মঘণ্টা নারীর প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।’ ঠিক কত ঘণ্টা কমানো হবে, তা উল্লেখ না করে আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কি না, সে বিষয়ে আলোকপাত করেন তিনি।
অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। পরবর্তী সময়ে যে-ই ক্ষমতায় আসুক তাদের সে রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জনগণের পালস না বুঝলে ক্ষমতায় বসা যাবে না। যারা পালস বুঝতে পারে না তারা কখনোই ক্ষমতায় বসতে পারবে না। আগামীতে আমরাও পারব না যদি জনগণের পালস বুঝতে অক্ষম হই। জনগণের পালসকে সম্মান করতে হবে। আমরা সেই সম্মান দেওয়ার পক্ষে।’
সমাবেশে প্রবাসীদের মধ্য থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন ডা. জুন্নুন চৌধুরী, মুফতি জামালউদ্দিন, মাওলানা আবদুুর রহমান খান, ড. শওকত আলী, ডা. বদরুল ইসলাম, ডা. খালেকুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, ২২ অক্টোবর নিউইয়র্কে এসেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জামায়াত নেতা ডা. শফিকুর রহমান।