শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সব রোগের গুরু দুশ্চিন্তা

সব রোগের গুরু দুশ্চিন্তা

দুশ্চিন্তা এখন সবার জীবনেরই যেন একটি অংশ হয়ে গেছে। কিন্তু কিছু সহজ উপায় জানলে আপনি খুব সহজেই দুশ্চিন্তাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসুন জেনে নিই কীভাবে আপনি দুশ্চিন্তাকে জয় করবেন। বর্তমানে দুশ্চিন্তার কারণে যেসব রোগ ত্বরান্বিত হয় তার মধ্যে হৃদরোগ অন্যতম। কেউ কেউ বলেন, সব রোগের গুরু এই দুশ্চিন্তা। এদিকে হৃদরোগ হচ্ছে আধুনিক সময়ের সবচেয়ে বেশি ঘাতক। ১৫ বছর আগেও এমন একটা ধারণা ছিল যে, যদি একবার কারও এ রোগ হয় তাহলে রোগটি শুধু বেড়েই চলে। এমনটা মনে করা হতো যে, এটা হচ্ছে লাগাতার বেড়ে চলা এক রোগ। বেশ কয়েক দশক আমরা এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা লাগাতার বেড়ে চলতে দেখেছি। বিরাট সংখ্যায় লোকদের হার্টঅ্যাটাক হয় আর তাদের এক-তৃতীয়াংশ হাসপাতালে যাওয়ার আগেই মারা যায়। ভালোভাবে অধ্যয়ন করলে এটা জানা যাবে যে, এ রোগের মুখ্য কারণ হচ্ছে হৃদয়ের ধমনীগুলোয় জমে থাকা ফ্যাট অর্থাৎ কোলেস্টেরল এবং ট্রাইগিস্লারাইডসের লাগাতার স্থায়ী রূপে জমা হওয়া আর এই  জিনিসটাকে আমরা নিজেদের আধুনিক জীবনশৈলী দ্বারা আরও বাড়িয়ে তুলেছি। আমরা শারীরিক পরিশ্রম করা এখন প্রায় বন্ধই করে দিয়েছি। সুতরাং আমরা যে তেল, ঘি বা অন্য ফ্যাট দিয়ে তৈরি খাবার খাই, সেগুলোকে আমাদের শরীর পূর্ণরূপে প্রয়োগ করতে পারে না। অনুপযুক্ত এবং অতিরিক্ত ফ্যাট, অন্য তত্ত¡গুলোর সহায়তায়, যেমন আধুনিক জীবনের চাপ, ধূমপানের অভ্যাস এবং এরকমই আরও অনেক কারণে শরীর আর হৃদয়ের ধমনীগুলোয় জমা হতে শুরু করে, যার ফলে হৃদয় রোগের উৎপত্তি হয়। একটা ভালো খবর হচ্ছে আমরা নিজেদের জীবনশৈলীতে ছোটখাটো সঠিক পরিবর্তন নিয়ে এলে বেড়ে চলা হৃদয় রোগকে আটকাতে পারব তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই রোগ হওয়ার আশঙ্কাও কমাতে পারব। মানসিক চাপই মানুষের অসুখ ও অশান্তির অন্যতম কারণ। তাই মানসিক চাপ কমাতে হবে। করতে হবে মেডিটেশন। এতে  অনেক উপকার হবে। আপনার চিন্তাধারাই আপনাকে রাখবে দুশ্চিন্তামুক্ত।

অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল

কলেজ হাসপাতাল, এবং সিইও, হলিস্টিক হেলথ্ কেয়ার, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর