সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিম-পাতার গুণ

স্বাস্থ্য ডেস্ক

নিম একটি ঐতিহ্যবাহী ভেষজ ওষুধ যা প্রাচীনকাল থেকেই চর্মরোগের চিকিৎসায় ব্যবহূত হয়ে আসছে। আলসার, চিকেন পক্স চিকিৎসায়ও ব্যবহূত হয় নিম। বলা হয়, প্রতিদিন গোসলের পানিতে একমুঠ নিম-পাতা দিয়ে গোসল করলে চর্মরোগ দূরে থাকবে এবং শরীর ঠাণ্ডা হবে।

দাঁত পরিষ্কারে নিমের মেসওয়াক এখনো গ্রাম-গঞ্জে জনপ্রিয়। নিমে থাকে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি উচ্চমানের অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানে সমৃদ্ধ যা নানা ধরনের সংক্রমণ প্রতিরোধ করে। গবেষকরা বলছেন, ত্বক ও চুলের  সমস্যার জন্য নিম হতে পারে উত্কৃষ্ট সমাধান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর