শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যকর্মী ও আমাদের দায়িত্ব

স্বাস্থ্যকর্মী ও আমাদের দায়িত্ব

করোনাভাইরাস। বর্তমান প্রেক্ষাপটে একটি আতঙ্কের নাম। গোটা বিশ্বকে হাসপাতালে পরিণত করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বিশ্ব আজ বিপদগ্রস্ত। আমাদের প্রিয় মাতৃভূমিও এর বাইরে নয়। দুনিয়ার অনেক উন্নয়নশীল/ মধ্যম আয়ের দেশের মতো চিকিৎসা ক্ষেত্রে আমাদেরও অপ্রতুলতা আছে, আছে সীমাবদ্ধতা। সরকারসহ আরও অনেকে তাদের সাধ্যমতো চেষ্টা করছে সেই সীমাবদ্ধতা দূর করার। অনেকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। আজকের এই ভয়াবহ যুদ্ধে আমরা স্বাস্থ্যকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছি ও করতে পারি। এখনই সময় সবাইকে চেনানো জানানো যে, আমরা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীই সবার থেকে আলাদা। কে কী বলল, কে কী করল সে দিকে কর্ণপাত না করে আসুন আমরা নিভৃতে কাজ করে যাই। যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করি। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তাহলে আমার আপনার কোনো আপনজন অসুস্থ হলে কে তাদের দেখবে কে সেবা প্রদান করবে? আজ আপনি যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হয়তো কাল আপনার প্রয়োজনে তাকে পাশে পাবেন। নিজের ব্যবহার করার

পর ব্যবহৃত পিপিই নিয়ম অনুযায়ী পরিত্যাগ করুন। মনে রাখবেন, আপনার আমার অসাবধানতা যেন করোনা Spreader না হয়। ১৯৭১ সালে যা কিছু ছিল তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। অনেক অপ্রতুলতা ও সীমাবদ্ধতার মাঝেও এসেছে স্বাধীনতা। আজ আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পালা। এ যুদ্ধে আমাদের জিততেই হবে। আমি আমরা হাসপাতালে আছি। আমি আমরা আমাদের

নিজেদের দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করে যাব। আপনি? - ডা. আশ্রাফুল হক সিয়াম

সর্বশেষ খবর