শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
জেনে রাখা ভালো

এই সময়ে ত্বকের সমস্যা

এই সময়ে ত্বকের সমস্যা

আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে তাপমাত্রা। আবার ভোরে কখনো কখনো শীতল হচ্ছে আবহাওয়া। এসময় রোদে বের হলেই অনেকের মুখ জ্বালা, চামড়া লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হয়। ত্বক শুষ্ক হলেই কিন্তু একাধিক সমস্যা দেখা যায়। চামড়া ফেটে যাওয়া, লালচে হয়ে যাওয়া, র‌্যাশ-ফুসকুড়ির সমস্যা এসব লেগেই থাকে। গরমেই বাড়ে মূলত অ্যালার্জির সমস্যা। এর পেছনে কারণ হিসেবে দূষণ, অতিরিক্ত রোদ এসব তো আছেই, গরমে অ্যালার্জি হলে সাইনাস, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, চুলকোনো, চোখ দিয়ে পানি পড়া এসব লেগেই থাকে। আবার অ্যালার্জির সমস্যা হয় বলে গলা চুলকোনো, গলা ব্যথা এসবও কিন্তু হতে পারে। ফলে সেখান থেকে কফের সমস্যা আসতে পারে। কাশি, গলা চুলকোনো, গলায় ইনফেকশন, ঘামাচি এসবও হতে পারে। এ ছাড়াও গরমে অনেকেই মশারি টাঙিয়ে ঘুমান না। সেই সঙ্গে পোকা মাকড়ের উপদ্রব থাকে। আর তাই সেখান থেকেও কিন্তু অ্যালার্জির সমস্যা আসে। এ ছাড়াও অনেক সময় পরিবেশের প্রভাবও কিন্তু পড়ে ত্বকের ওপর। তবে এই অ্যালার্জির সমস্যা প্রায়শই যদি হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। তিনি আপনার ত্বকের ধরন অনুযায়ী ওষুধ দিতে পারবেন। আর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে পারলে কিন্তু সবচেয়ে ভালো কাজ হয়। অ্যালার্জির পরীক্ষা করাতেও কিন্তু ভুলবেন না। এছাড়াও কিছু ক্ষেত্রে এসব অ্যালার্জির সমস্যা কিন্তু পারিবারিক হয়। ফলে নিজেকে সতর্ক থাকতে হবে। ডাস্ট অ্যালার্জি থাকলে মাস্ক মুখে রাখুন।

সূত্র : হেলথ জার্নাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর