আগামী ১ নভেম্বর থেকে দেশে শুরু হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি অর্থ লেনদেন। এর ফলে বিকাশ, নগদ ও রকেটের মতো প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা নিজেদের মধ্যে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাংক হিসাবেও সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নতুন এই আন্তলেনদেন (ইন্টারঅপারেবল) সেবা চালুর ফলে দেশে নগদ অর্থ লেনদেন উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে নগদ অর্থের ব্যবহার হ্রাসে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো ব্যবহার করে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানের মধ্যে আন্তসংযোগ চালু করা হচ্ছে। লেনদেনের সর্বোচ্চ খরচও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে অন্য ব্যাংক, এমএফএস বা পিএসপিতে ১,০০০ টাকা পাঠাতে খরচ পড়বে ১ টাকা ৫০ পয়সা। এমএফএস (যেমন বিকাশ, নগদ, রকেট) থেকে অন্য এমএফএস, ব্যাংক বা পিএসপিতে ১,০০০ টাকায় খরচ হবে ৮ টাকা ৫০ পয়সা। পিএসপি হিসাব থেকে ব্যাংক বা এমএফএসে টাকা পাঠালে খরচ পড়বে ২ টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, লেনদেনের আগে গ্রাহককে খরচের তথ্য দেখাতে হবে এবং চার্জ কেবল প্রেরকের কাছ থেকেই নেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় চালু হতে যাওয়া আন্তলেনদেন সেবা দেশের ডিজিটাল পেমেন্ট খাতে নতুন যুগের সূচনা করবে। এতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং নগদ টাকার ওপর নির্ভরতা কমে আসবে।