রাশিয়া অভিযোগ করেছে যে, সিরিয়ায় সম্ভাব্য যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় যখন যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে তার আগ মুহূর্তে রাশিয়া এ অভিযোগ করল। আগামীকাল থেকে সিরিয়ায় এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'যুক্তরাষ্ট্রের কোনো কোনো কর্মকর্তা চুক্তির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর ভিন্ন ব্যাখ্যা দিয়ে যুদ্ধবিরতির এ চুক্তির বিষয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত রয়েছেন। জাখারোভা বলেন, 'রুশ এবং মাকিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নিলেও মার্কিন কিছু কর্মকর্তা তা নিয়ে প্রশ্ন তুলছেন।'
রুশ এ কর্মকর্তা জানান, মার্কিন কোনো কোনো কর্মকর্তার এমন তৎপরতার পরও যুদ্ধবিরতির বিষয়টি এগিয়ে চলেছে এবং এ নিয়ে মার্কিন প্রশাসন সক্রিয় রয়েছেন। মারিয়া জাখারোভা বলেন, 'সিরিয়ার কুর্দি যোদ্ধারাদেরকে অবশ্যই যুদ্ধবিরতির অংশ করতে হবে।' সিরিয়ার বাস্তবতা তেমনটিই বলছে বলে মন্তব্য করেন তিনি।
গত সোমবার রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। কিন্তু তার পরদিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, 'সিরিয়া সমস্যা সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা 'বি প্ল্যান' কাজে লাগানো হবে। বি প্ল্যান বলতে কেরি সিরিয়ায় সামরিক হামলার কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ