আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের রাজধানী জালালাবাদে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আজ দুপুরের দিকে একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালায়। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এ হামলায় কনস্যুলেটের কেউ আহত হয়নি বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
ভারতীয় ও আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে চার আত্মঘাতী হামলাকারী প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ৬ জন।
এর আগে গত জানুয়ারিতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফে অবস্থিত ভারতীয় কনস্যুলেটও সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ