সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত তিনদিনে ৩১ বার তা লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তবে তিনি পরিষ্কার করে বলেননি, কোন পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনা ঘটিয়েছে।
গত শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং প্রথম দিন শেষে রাশিয়ার কর্মকর্তারা বলেছিলেন, ২৪ ঘণ্টায় সিরিয়ার সন্ত্রাসীরা ৯বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
ব্রিফিংয়ে জাকারোভা জানান, জর্দানভিত্তিক মার্কিন পর্যবেক্ষণ গ্রুপ যুদ্ধবিরতি লঙ্ঘনের এ রিপোর্ট দিয়েছে। এ গ্রুপ যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে। অবশ্য, সিরিয়ার সরকার ও বিরোধী-দু পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। সিরিয়ার যুদ্ধবিরতি দুই সপ্তাহ স্থায়ী হবে বলে যে জল্পনা চলছে তা অস্বীকার করেছেন রুশ মুখপাত্র।
এ সম্পর্কে তিনি বলেন, ;এটি অসত্য। “আমরা দুই সপ্তাহের যুদ্ধবিরতি সম্পর্কে কথা বলছি না। এর কোনো সময়সীমা নেই।' তিনি বলেন, 'সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে মস্কো ও অন্য পক্ষকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে।'
যুদ্ধবিরতির বাধ্যবাধকতা সম্পর্কে জাখারোভা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কথিত যে বিকল্প ব্যবস্থা 'প্ল্যান বি'র কথা বলছে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর ফলে আরব এ দেশটি খণ্ড-বিখণ্ড হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
বিডি-প্রতিদিন/৩ মার্চ ২০১৬/শরীফ