যে কোনো মুহূর্তে ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার এক সামরিক মহড়ার সময় কিম বলেন, ''আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে যে কোনো মুহূর্তে আমরা নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়তে পারি। কারণ শত্রুরা উত্তর কোরিয়ার টিকে থাকার জন্য হুমকি। আমেরিকা অন্য দেশ ও মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে; এই পরিস্থিতিতে আমাদের সার্বভৌমত্ব ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হলে পারমাণবিক বোমার সামর্থ্য বাড়াতে হবে।''
এর আগে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জাতিসংঘে পঞ্চম দফায় উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিবাদ জানায় উত্তর কোরিয়া।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/ এস আহমেদ