বুশ পরিবারের সন্তান এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পর এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ালেন বেন কারসন। খবর বিসিসির।
যুক্তরাষ্ট্রের একটি দারিদ্র্য পরিবারে জন্ম নেওয়া দেশটির খ্যাতিমান এই নিউরোসার্জন গতকাল শুক্রবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও প্রার্থীতার দৌঁড়ে ভাল না করতে ব্যর্থ হওয়া এই রিপাবলিকান কর্মী যে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন তা অনেকটা অনুমিত ছিল।
গত নভেম্বরে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন কারসন। ধারণা করা হচ্ছিল, চরম ডানপন্থি কারসন হয়তো খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেশ বড় একটি অংশের ভোট পাবেন। তবে গত সপ্তাহেই কারসন জানিয়েছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি তার রাজনৈতিক পথের সম্মুখ দেখতে পাচ্ছেন না।
ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী রিপাবলিকান রাজনৈতিক কর্যক্রম সম্মেলনে কারসন বলেন, বহু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে কিন্তু তারা আমাকে নির্বাচিত করতে ভোট দেবে না। কিন্তু এটা কোনো সমস্যা নয়। এরপরও আমি দেশ রক্ষার কার্যক্রমে আরো জোরেশোরে অংশ নেব।’
দলীয় মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও বাকি প্রার্থীদের মধ্যে তিনি কাউকে সমর্থন করবেন কি না সে সম্পর্কে কারসন এখনো কিছু বলেননি।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব