জিম্বাবুয়ের রাজধানী হারারেতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৬ জন। খবর আফ্রিকা নিউজের।
দুর্ঘটনায় হতাহতদের তথ্য নিশ্চিত করে হারারে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি শুক্রবারের এই দুর্ঘটনা সত্যিই ভয়াবহ।
তিনি আরও বলেন, দুটি বাসের মধ্যে একটির টায়ার বিস্ফোরিত হলেও বাসটি দিক পরিবর্তন করে বিপরীত রাস্তায় প্রবেশ করলেও এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, মহসড়কে দুর্ঘটনা দেশটির একটি নিয়মিত ঘটনা। দেশের অর্থনীতি তলানীতে থাকায় অবকাঠামোগত উন্নয়নের সরকারের কোনো মনোযোগ নেই।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব