যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও অবশেষে জয় পেলেন। রবিবার অনুষ্ঠিত ভোটে পুয়ের্তো রিকোয় অঙ্গরাজ্যে ট্রাম্প ও টেড ক্রাজকে হারিয়ে জয় তুলে নেন কিউবান বংশোদ্ভূত এই মার্কিনি। হোয়াইটহাউসের দৌড়ে শীর্ষে থাকা ট্রাম্প ও ক্রাজ রুবিওকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এর মধ্যেই জয় পেলেন ফ্লোরিডার এই সিনেটর।
পুয়ের্তো রিকোতে জয় মার্কো রুবিওর প্রচারাভিযানে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের মত।
এদিকে, মেইন ককাসে হিলারিকে হারিয়ে জয় পেলেন ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স। খবর নিউইযর্ক টাইমস'র
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ