চীনের উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস নির্গমন হয়ে কমপক্ষে ১২ জন কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রদেশটির বৈশান শহরে গতকাল এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়। তবে হতাহতের কথা আজ সোমবার সকালে নিশ্চিত করে সংস্থাটি। খবর এপির
দুর্ঘটনায় কয়লা খনির ভেতর ১৩ জন শ্রমিক আটকা পড়ে। এদের মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করে আনা সম্ভব হয়। বাকি সবার মৃত্যু হয় বলে খবরে বলা হয়। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ