উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও বিশাল সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বলছিল, দুই দেশ যৌথ মহড়া শুরু করলে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা আর মার্কিন সেনা রয়েছে ১৭,০০০।
আজ সোমবার থেকে বার্ষিক 'ফোল ঈগল' এবং 'কি রিজল্ভ' নামে দুটি মহড়া শুরু হয়েছে দেশ দুটি। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক কমান্ড থেকে বলা হয়েছে, এ মহড়া কোনো উস্কানিমূলক কিছু নয় তা উত্তর কোরিয়াকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।
পিয়ংইয়ংয়ের দাবি, সামরিক মহড়ার আড়ালে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের মহড়া চালাবে যা উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি। এ প্রেক্ষাপট থেকে উত্তর কোরিয়া বলেছে, দু'দেশ মহড়া বন্ধ না করলে নির্বিচারে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের হুমকি এই প্রথম নয়। প্রতি বছরই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালায় এবং উত্তর কোরিয়া সামরিক হামলার হুমকি দেয়।
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ