ব্রিটিশ সংসদ ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামত না হলে সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ১৫০ বছরের প্রাচীন এই ভবনকে নতুন করে সাজানোর দায়িত্বপ্রাপ্ত এক কমিটিকে ক'জন বিশেষজ্ঞ বলেছেন, ভবনটির বিদ্যুতের তার অনেক পুরনো বলে তাপে গলে যাওয়ার ঝুঁকি রয়েছে, কোন কোন পাইপ ৪০ বছরের পুরনো এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে।
ইঞ্জিনিয়ার নিক মিড বলেছেন, ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামতের সময় এমপি এবং লর্ড-সভার সদস্যদের অন্যত্র সরে গিয়ে সংসদ অধিবেশনে বসতে হবে।
তবে আগামী ২০২০ সালের আগে সংসদ ভবনে কোন নির্মাণকাজ শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই।
বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রের প্রতীক এই ঐতিহ্যবাহী দালানের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে আগামী কয়েক বছরের মধ্যে সংসদ সদস্যদের ভোটে সিদ্ধান্ত নিতে হবে।
১৫০ বছর পুরনো হলেও উনিশ শতকের মাঝামাঝি নাগাদ ওয়েস্টমিনস্টার প্যালেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দু’জন আর্কিটেক্ট চার্লস ব্যারি এবং অগাস্টাস পাগিন একে নতুন করে সাজিয়ে তোলেন।
এই ভবনের মেরামতের ওপর গত বছর এক রিপোর্ট প্রকাশ করা হয়।
এতে বলা হয়, সংসদ সদস্যদের অন্যত্র না সরিয়ে মেরামত করা হলে তাতে ব্যয় হবে ৫৭০ কোটি পাউন্ড স্টার্লিং আর সময় লাগবে ৩২ বছর।
অন্যদিকে, এমপিরা সরে গেলে সময় লাগবে ছয় বছর আর খরচ পড়বে ৩৫০ কোটি পাউন্ড। সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ ২০১৬/ এস আহমেদ