সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সশস্ত্র গ্রুপ আল-সাবার একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার সকালে মোগাদিসুর একটি পুলিশ স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে স্থানীয়দের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, সশস্ত্র গ্রুপ আল-সাবা এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
খবরে বলা হয়, মোগাদিসু প্রদেশের রাজধানী আবু আজিজে নতুন পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার সকালে তারা প্রশিক্ষণের জন্য হাজির হলে ওই পুলিশ স্টেশনের সামনের একটি চায়ের দোকানে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে এই পুলিশ স্টেশনের নিকটবর্তী জনপ্রিয় লিডিও বীচে আল-সাবার আরেক হামলায় ২০ জন নিহত হয়। ওই দিন আত্মঘাতী বোমা হামলার পর আল-সাবার যোদ্ধারা বীচের সমানের একটি হোটেলে গুলিবর্ষণ করে।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ, ২০১৬/মাহবুব