ভারতের উত্তরপ্রদেশে ট্রেনের টয়লেটে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বোনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ট্রেনে করে যাওয়ার পথে গত ৫ মার্চ এ ঘটনা ঘটে বলে সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি আজ জানায়। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। খবর পিটিআই'র
জিআরপি জানায়, ওই কিশোরী সিওয়ানে বোনের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে ট্রেনে করে যাচ্ছিল। তখন ট্রেনের মধ্যেই নিজ গ্রামের পিন্টু নামে এক যুবকের সঙ্গে তার দেখা মিলে। ট্রেনটি যখন ভাটনি রেলওয়ে স্টেশনে পৌঁছায় তখন ওই যুবক তাকে টয়লেটে নিয়ে যায় ও ধর্ষণ করে।
ধর্ষিতা কিশোরীর অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ একটা মামলা নেয় ও পরে পিন্টুকে গ্রেফতার করে। পিন্টুকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জিআরপি জানায়।
বিডি-প্রতিদিন/৯ মার্চ ২০১৬/শরীফ