মিশেরর দক্ষিণ সিনাই এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পুলিশসহ ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সময় বুধবার রাতে ওই অঞ্চলের আবু রিদিস-তুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, নিহততের মধ্যে ১২জন পুলিশ সদস্য রয়েছেন, যারা স্থানীয় দাহাব থানায় কর্মরত ছিলেন। এছাড়া চারজন ছাত্র ও দুইজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও আছেন।
প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মিশরে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। সড়কে অপর্যাপ্ত নিরাপত্তা ও চালক এবং যানবাহনের ট্রাফিক আইন অমান্য করার কারণেই প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটছে দেশটিতে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন