আইএসের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞকে আটক করেছে আমেরিকা। উত্তর ইরাকে অভিযান চালানোর সময়ই আমেরিকার বিশেষ বাহিনী এই অস্ত্র বিশেষজ্ঞকে আটক করে। যদিও আমেরিকা সরকার আইএসের এই অস্ত্র বিশেষজ্ঞের নাম প্রকাশ করেনি।
বুধবার ইরাক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আইএসের অস্ত্র বিশেষজ্ঞের নাম সুলায়মান দাউদ আল-আফারি।
জানা গেছে, গত ডিসেম্বর মাস থেকে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ওবামা সরকার। আইএস জঙ্গিঘাঁটিগুলি উৎখাত করতে এবং আইএস নেতাদের সমূলে উৎপাটন করতেই ইরাকে এই বিশেষ অভিযান। গত সপ্তাহে এরকমই একটি অভিযান চালায় উত্তর ইরাকে। সেই অভিযানেই আইএসের প্রধান রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞকে আটক করে মার্কিন সেনাবাহিনী। আটক করার পরেও তার নাম প্রকাশ্যে আনেনি আমেরিকা। কেবল জিজ্ঞাসাবাদ করতে দু-তিন সপ্তাহের জন্য দু’জন আইএস নেতাকে আটক করা হয়েছে বলে জানায়। তারপর এদিন ইরাকের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সুলায়মানের আটকের কথা ঘোষণা করলেন।
ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৫০ বছর বয়সী সুলায়মানকে তাল আফার শহরে অভিযান চালানোর সময় আটক করা হয়। ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের আমলে ‘মিলিটারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথরিটি’র হয়ে সে কাজ করত। আইএসের সম্প্রতি প্রতিষ্ঠিত রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরি ও গবেষণা বিভাগের একজন বিশেষজ্ঞ বলে প্রাথমিক অনুমান।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন