রুশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে সামরিক কর্মকাণ্ডে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি ডলফিন। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে বিশেষ এ ডলফিন বাহিনীকে ব্যবহার করা হবে বলে মস্কো জানায়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের
রুশ নৌবাহিনীর জন্য সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণী সংগ্রহের জন্য ২৪ হাজার ডলারের [১.৭৫ মিলিয়ন রুবল] ঠিকাদারি দেয়া হয়েছে। ক্রয়সংক্রান্ত রুশ সরকারি ওয়েবসাইট এ তথ্য জানায়।
৫টি ডলফিনের এ বাহিনীতে থাকবে তিনটি পুরুষ এবং দুটি মাদী ডলফিন। রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান ঘাঁটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে অবস্থিত। এ ঘাঁটিতেই ১ আগস্টের মধ্যে ডলফিন বাহিনীকে সরবরাহ করার কথা রয়েছে। তবে এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামরিক তৎপরতায় ডলফিন ব্যবহার নতুন কিছু নয়। শীতল যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই ডলফিন বাহিনী ব্যবহার করেছে। এছাড়া ৯/১১ টুইন টাওয়ার হামলার পর বাহরাইনে 'অপারেশন এনডিউরিং ফ্রিডম'র সময়ও মার্কিন নৌবাহিনী ডলাফিন ব্যবহার করেছিল। বন্দর বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশপাশে ডুবোজাহাজের অবস্থান খুঁজে বের করতে ডলফিন ব্যবহার করা হয়। এ ছাড়া, সাগরে পেতে রাখা মাইন শনাক্তেও ডলফিন ব্যবহার হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ