ভারতের রাজধানী নয়া দিল্লিস্থ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক তরুণ গবেষকের মৃতদেহ তার ভাড়াটে বাসস্থান থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম দুশিয়ান্ত [২৫]। নিজ বাসস্থানের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও রেখে গেছেন দুশিয়ান্ত। এতে ব্যক্তিগত কারণ উল্লেখ করা আছে পুলিশের দাবি।
এদিকে, দুশিয়ান্তের আত্মহত্যার সঙ্গে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তা সত্ত্বেও এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ