মাটি খুঁড়তে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ব্যবহৃত বোমা। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডাতে ভারতীয় বিমান ঘাঁটি থেকে থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে সাতাপাড়া গ্রামে রাস্তা নির্মাণের সময় মাটি খোঁড়ার মেশিনে (জেসিবি) উঠে আসে এই বৃহদাকার বোমাটি। প্রায় বছর খানেক আগেও এই এলাকা এ ধরনের বোমা উদ্ধার করা হয়েছিল।
এদিন দুপুরের দিকে মাটি খোঁড়ার সময়েই লোহার বিশাল বস্তুটিকে দেখে ভয় পেয়ে যান জেসিবি’র চালক। এরপরই চালক পাশাপাশি থাকা কর্মীদের ডেকে দেখালে তারা সেটি বুঝতে পারেন। বোমাটির ওজন প্রায় ৫ টন।
এরপরই স্থানীয় খড়গপুর স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ভারতীয় বিমান বাহিনীর বম্ব স্কোয়াডের কর্মীরাও ছুটে আসে। প্রায় একঘণ্টার চেষ্টায় ওই বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। বোমা উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ধারণা পশ্চিমবঙ্গের কলাইকুন্ডাতে ভারতীয় বিমান ঘাঁটিকে কে লক্ষ্য করে এই বোমাটি ফেলা হয়েছিল। কিন্তু সেসময় ওই বোমাটি ফাটেনি। পরবর্তীকালে তা কাদা-মাটিতে ঢাকা পড়ে যায়।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব