বাসে তিন বছরের মেয়ের সামনে গণধর্ষণের শিকার হয়েছেন ভারতের এক নারী। পাষণ্ড ধর্ষকরা ওই নারীর ১৪ দিনের এক শিশুকে গাড়ি থেকে বাইরে ছুঁড়ে হত্যা করেছে। নির্মম এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শিশগর শহরে।
ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বোনের বাসা থেকে ফিরছিলেন ২৮ বছর বয়সী ওই নারী। এ ঘটনায় তার তিন বছর বয়সী মেয়ে ছাড়া অন্য কাউকে সাক্ষী হিসেবে পায়নি পুলিশ।
ওই নারীর তিন বছর বয়সী মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, বাস থেকে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। ওই মেয়ে ভয়ে বাসের কোণায় লুকিয়ে ছিল। এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ওই মেয়ে চোখের সামনেই দুই ধর্ষকের হাতে মাকে নির্যাতনের শিকার হতে দেখেছে।
পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিংহ পানওয়ার বলেন, এ ঘটনায় দু'জনকে আটক করে তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও শিশু হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় শিশগরে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। এসময় অভিযুক্ত ওই দুই ধর্ষক তার পিছু নেয়। বাস থেকে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাস স্টেশনে ওই নারীর ওপর নির্যাতন চালায় ধর্ষকরা।
পরে অচেতন অবস্থায় তাকে বাস স্টেশনের পাশে ফেলে রেখে যায় ধর্ষকরা। এ সময় তার পাশে থেকে দুই সপ্তাহের শিশু সন্তানকে মৃত উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ