চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে নতুন প্রজাতির একটি ব্যাঙের সন্ধান পাওয়া গেছে। ব্যাঙটি 'লেপটোলালাক্স টেংচোংজেনসিস' প্রজাতির তবে এটি 'দ্য এশিয়ান লিটার' নামেই বেশি পরিচিত। প্রদেশটির পশ্চিমে অবস্থিত গাওলিগং মাউন্টেন ন্যাশনাল ন্যাচার রিজার্ভের টেংচোং সেকশনে ব্যাঙটি বিজ্ঞানীদের চোখে পড়েছে। হংকংভিত্তিক কাদুরি ফার্ম অ্যান্ড বোটানিক গার্ডেন এবং চীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের অধীন সান ইয়াত সেন ইউনিভার্সিটি ও কুনমিং ইনস্টিটিউট অব জুলজি'র বিজ্ঞানীরা নতুন প্রজাতির ব্যাঙটি আবিষ্কার করে। সঙ্গী খোঁজার মৌসুমে ব্যাঙটি বিশেষ এক ধরনের আওয়াজ করে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। খবর পিটিঅাই'র
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ