'ইমলাম আমেরিকাকে ঘৃণা করে' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। দেশটির মিয়ামিতে অনুষ্ঠিত এক টেলিভিশন সাক্ষাৎকারে পরে ট্রাম্পের এমন মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মার্কো রুবিও। খবর বিবিসির।
রুবিও বলেন, ট্রাম্প এটা মনে করলেও আমি মনে করি না। তার মতে, ইসলামে উগ্রবাদী সমস্যা থাকলেও অনেক মুসলিম আমেরিকান গর্বিত। এরপর উৎসুক জনতা রুবিওকে হাততালি দিয়ে সাধুবাদ জানান।
তিনি আরও বলেন, কোনো প্রেসিডেন্ট বলতে পারেন না যে তারা কী চান। এর একটা পরিণতি আছে।
এদিন, ইসলাম ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখেন রিপাবলিকান দলীয় অন্য প্রার্থীরা। এ ছাড়া সন্ত্রাসবাদীদের পরিবারকে খুন করা দরকার বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার সাথেও তারা দ্বিমত পোষণ করেন।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব