ভারত সরকার প্রতি বছর তার ৫ কোটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে গ্যাস দেবে। আগামী লোকসভা ভোটের আগেই গরিব পরিবারের মধ্যে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি করেছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন সরকার। 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা' নামে এই প্রকল্পে সরকার তিন বছরে ব্যয় করবে ৮ হাজার কোটি রুপি।
এখন থেকে আগামী তিন বছর পর্যন্ত বছরে ৫ কোটি পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে মর্মে গতকাল দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগে সংযোগ পেতে যে ১৬০০ রুপি লাগতো তা থেকে রেহাই পাবেন গ্রাহকরা।
মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, আগামী এক বছরে দেড় কোটি পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে। বাজেটে এ জন্য ২০০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। তবে গরিব পরিবারগুলোকে কোন আকারের সিলিন্ডার দেওয়া হবে তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।
তবে পেট্রোলিয়াম মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানায়, ছোট সিলিন্ডার সরবরাহেই জোর দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ