পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির সেনাবাহিনীর এক কর্নেল নিহত হয়েছেন। শুক্রবার নিজের বাসায় ফেরার পথে পেশোয়ারের রিং রোডে এ ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর অফিসার তারিক গফুর তার গাড়িতে করে বাসায় ফেরার পথে অজ্ঞত বন্দুকধারীরা তাকে টার্গেট করে গুলিবর্ষণ করে। এতে তিনি মারা যান।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, তারেক গফুর সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্নেল ছিলেন। কিন্তু বর্তমানে তিনি ছুটিতে ছিলেন এবং পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব