উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পূর্ব উপকূলে মোতায়েন এ ডুবোজাহাজের সঙ্গে পিয়ংইয়ংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিএনএন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
ঠিক কবে থেকে ডুবোজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তা জানা না গেলেও গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার নৌবাহিনী এ ডুবোজাহাজের জন্য তল্লাশি অব্যাহত রেখেছে। মার্কিন গোয়েন্দা উপগ্রহ, বিমান এবং জাহাজ থেকে এটি লক্ষ্য করা গেছে। ডুবোজাহাজটির খোঁজ এখনো পাওয়া যায়নি।
ডুবোজাহাজটি কোথায় আছে তা যুক্তরাষ্ট্র জানে না বলে খবরে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, ডুবোজাহাজে কতজন ক্রু ছিল এবং এতে কি অস্ত্র ছিল সে সম্পর্কে কোনো তথ্য খবরে উল্লেখ করা হয়নি।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/শরীফ