কানাডার আলবার্তা প্রদেশের একটি মুসলিম গোরস্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন। এক ব্যক্তির মরদেহ দাফন শেষ হওয়ার পরপরই এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশংকামুক্ত বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন নারী মুখপাত্র জানিয়েছেন। খবর এপির
পুলিশ জানায়, গোরস্থানটিতে ২১ বছর বয়সী এক ব্যক্তির দাফনকাজ চলছিল। এ কাজ শেষ হওয়ার পরও একদল সেখানে অবস্থান চলছিল। তখনই এ গোলাগুলির ঘটনা ঘটে। দলটির মধ্যকার কেউ একজন এ গুলি চালায় বলে মনে করা হচ্ছে। তবে এ ঘ্টনাকে 'মুসলিমবিরোধী কর্মকাণ্ড' বলে নারাজ সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/শরীফ