মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলে প্রার্থিতা দৌড়ে এগিয়ে থাকা আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন ট্রাম্প। খবর বিবিসির।
শুক্রবার শিকাগোর ইলিনোইস বিশ্ববিদ্যালয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
খবরে বলা হয়, সমাবেশস্থলে ট্রাম্প আসার আগেই তার সমর্থক ও বিক্ষোভকারীরা সমবেত হতে শুরু করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীদের কেউ কেউ ট্রাম্পের পক্ষে এবং অন্যরা ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বার্নি স্যান্ডার্সের পক্ষে স্লোগান দিতে থাকেন।
এ ঘটনার পরে পুলিশের সঙ্গে বৈঠক করে নিরাপত্তাজনিত কারণে ট্রাম্প সমাবেশ স্থগিত করেন বলে এক বিবৃতিতে জানানো হয়। তবে শিকাগো পুলিশের মুখপাত্র পুলিশের সঙ্গে বৈঠক করে সমাবেশ স্থহিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব