ব্রিটিশ সরকারের খরচ হ্রাসসংক্রান্ত একটি পরিকল্পনার কারণে চাকরি হারাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মা মেরি ক্যামেরন। এ পরিকল্পনার অাওতায় অক্সফোর্ডশায়ারের ৪৪টি শিশু কেন্দ্র বন্ধ করে দেয়া হচ্ছে। এর মধ্যে ক্যামেরনের নিজ নির্বাচনী এলাকা উইটনিরও কয়েকটি রয়েছে। পিটিআই দ্য মিররের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
ডেভিড ক্যামেরন নেতৃত্বাধীন সরকারের গৃহীত পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে গত মাসেই একটি আবেদন করেছেন তার মান মেরি ও বোন ক্লের কুরি।
প্রধানমন্ত্রী ক্যামেরনের মা মেরি ক্যামেরন 'দ্য শিভেলেই অ্যান্ড এরিয়া চিলড্রেনস সেন্টার' নামে একটি শিশু কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আগামী ২৪ মার্চ কেন্দ্রটি বন্ধ করে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ওয়েস্ট বার্কশায়ার কাউন্সিল। মেরি একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটও।
কেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্তে মেরি ক্যামেরন বেশ ব্যথিত বলে তার বরাত দিয়ে দ্য মিরর এক প্রতিবেদনে জানায়। তবে এটি পরিচালনা করার মতো কর্তৃপক্ষের যে যথেষ্ট অর্থ নেই তা তিনি স্বীকার করেন। মেরির ভাষায়, 'আমি খুবই হতাশ যে কেন্দ্রটি বন্ধ করে দেয়া হচ্ছে তবে এটির কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অর্থও নেই।'
উল্লেখ্য, ব্রিটেনে বর্তমানে ৩ হাজার শিশু কেন্দ্র রয়েছে যা ১০ লাখের বেশি পরিবার ব্যবহার করে থাকে। ডেভিড ক্যামেরন ২০১০ সালে ডাউনিং স্ট্রিটে প্রবেশের পর থেকে এখন পর্যন্ত স্থানীয় সরকার কর্তৃপক্ষ তাদের বাজেটের ৪০ শতাংশ হ্রাস করেছে। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩১টি শিশুকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি-প্রতিদিন/১২ মার্চ ২০১৬/শরীফ